Wednesday 30 November 2016

তৌহীদের মুর্শিদ আমার

তৌহীদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম ,
মুর্শিদ মোহাম্মদের নাম ।
ঐ নাম জপিলেই বুঝতে পারি
খোদা কালাম , মুর্শিদ মোহাম্মদের নাম ।।

ঐ নামেরই রশি ধ’রে যাই আল্লাহ্‌র পথে , 
ঐ নামেরই ভেলায় চ’ড়ে ভাসি নূরের স্রোতে , 
ঐ নামেরই বাতি জ্বেলে’দেখি লোহ আরশ-ধামে
মুর্শিদ মোহাম্মদের নাম ।। 
ঐ নামের দামন ধ’রে আছি , আমার …

Friday 21 June 2013

খোদার প্রেমের শারাব পিয়ে বেহুঁশ হয়ে রই প'ড়ে
ছেড়ে' মসজিদ আমার মুর্শিদ এল যে ভাই পথ ধ'রে             ।।


দুনিয়াদারীর শেষে আমার নামাজ রোজার বদলাতে
চাইনে বেহেশত খোদার কাছে নিত্য মোনাজাত করে             ।।


কায়েস যেমন লাইলী লাগি' লভিল মজনু খেতাব
যেমন ফরহাদ শিরীর প্রেমে হল দেওয়ানা বেতাব ।
বে-খুদীতে মশগুল আমি তেমনি মোর খোদার তরে              ।।



পছন্দের নজরুলসঙ্গীতের গানের Lyrics পেতে comments করুন, অথবা আমাকে Email করতে পারেন।
আমাকে Email করার ঠিকানাঃ
Email: ttarunahmed@gmail.com

বিদ্রোহীকবি কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী

কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৫শে মে, বাংলা ১৩০৬ সনের ১১ই জ্যৈষ্ঠ, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় তিনি লেটোগানের দলে যোগ দেন। পরে বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন। ১৯১৭ সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। সেখানেই তার সাহিত্য জীবনের সূচনা ঘটে। তাঁর লেখায় তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। বাংলা সাহিত্য জগতে তার আবির্ভাব এক নতুন দিগন্তের উন্মোচন করে। মাত্র ৪৩ বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবি কে ঢাকায় আনা হয় এবং পরে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয়। তাঁকে স্বাধীন বাংলাদেশের 'জাতীয় কবি'র মর্যাদায় ভূষিত করা হয়। ১৯৭৬ সালের ২৯ সে আগস্ট কবি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন প্রাঙ্গনে তাঁকে পরিপূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়।


পছন্দের নজরুলসঙ্গীতের গানের Lyrics পেতে comments করুন, অথবা আমাকে Email করতে পারেন।
আমাকে Email করার ঠিকানাঃ
Email: ttarunahmed@gmail.com

Saturday 8 June 2013

ব্লগারের কিছু কথা...

ব্লগারের কিছু কথা...

আমার এই ব্লগে আমি শুধু বিদ্রোহীকবি কাজী নজরুল ইসলামের রচিত গান ও কবিতা পোস্ট করব। আশাকরি আমার এই পোস্টের জন্য কোন না কোন নজরুল ভক্ত খুশি হবেনই।
আমার পোস্ট সম্পর্কে কোন অভিযোগ কিংবা আপনাদের পছন্দের কোন নজরুলসঙ্গীত গান প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। 

আমার সাথে যোগাযোগের ঠিকানাঃ
মোঃ তরুণ আহমেদ
Middle Badda, Gulshan-1, Dhaka-1212, Bangladesh-880
Mobile: 01671-712069
Email: ttarunahmed@gmail.com
Facebook Email: tarunaarian@facebook.com
Twitter: aarian_tarun